দ্রব্যমূল্য সিন্ডিকেটের নিকট সাধারণ জনগণ জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশের খেটে খাওয়া, হতদরিদ্র ও ভাসমান মানুষদের কথা মাথায় রেখে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্যও নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের এতোসব উদ্যোগের মধ্যেও সংকটাপন্ন এই মূহুর্তে হঠাৎ করেই ভোজ্য তেল, চিনি এবং চালের অত্যধিক মূল্য বৃদ্ধি করে ক্রেতাসাধারণকে চাপে ফেলেছে কতিপয় অসাধু ব্যবসায়ী সিণ্ডিকেট। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব আসন্ন। তাই এ উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা পণ্য ক্রয় করতে গিয়ে যাতে কোন প্রকার ভোগান্তিতে না পড়ে সেদিকে দৃষ্টি দানের জন্য টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধানকে অনুরোধ জানান তিনি এবং শারদীয়া উৎসবে ব্যবহার্য পণ্য সামগ্রী বিক্রয় তালিকায় অন্তর্ভূক্ত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।