দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নগর জাসদের সমাবেশ

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক সমাবেশ জসিমুদ্দিন বাবুলের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর প্রাক্তন আপ্যায়ন সম্পাদক নুরুল আক্তার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসাইন, মোহাম্মদ হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আহম্মদ শরীফ, নুরুল আবছার, মহানগর জাসদের সহসভাপতি মফিজর রহমান, নৃপতি রঞ্জন বড়ুয়া, জাসদ নেতা বোধিপাল বড়ুয়া, একেএম সামছুদ্দীন, হাজী সোলেমান, শহীদুল্লা রিপন, ডা. শাহেদ করিম, ইলিয়াছ ফয়েজী, আবু হাছান, সাইদুর রহমান আরমান, মোহাম্মদ ইউসুফ, শ্রমিক নেতা এনায়েত হোসাইন, মুহম্মদ মরতউস, অনুসৃতি চাকমা, মহিউদ্দীন মোহন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেন এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। সভাপতির বক্তব্যে জসিমুদ্দিন বাবুল বলেন, দেশকে কোন অবস্থাতে মূল্য সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। সভা শেষে একটি মিছিল রাজপথ প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের সভা
পরবর্তী নিবন্ধভালোবাসার পত্র লিখুন প্রতিযোগিতা