পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধির কর্পোরেট সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শুক্রবার উত্তর কাট্টলীস্থ তাঁর নিজ বাসভবনে নাগরিক উদ্যোগের এক জরুরি সভায় এ আহবান জানান সুজন। এসময় সুজন বলেন, এ মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। মূলত রমজান সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসলেও দ্রব্যমূল্যের কর্পোরেট সন্ত্রাসীদের অপতৎপরতার কারণে ধর্মপ্রাণ মুসলমানদের রমজান বাধাগ্রস্ত হবে তাতে কোন সন্দেহ নেই।
নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ এবং সদস্য সচিব হাজী মো. হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, মোরশেদ আলম, এহতেশামুল হক রাসেল, মো. শাহজাহান, শেখ মামুনুর রশীদ, রকিবুল আলম সাজ্জী, জাহাঙ্গীর আলম, ইজ্ঞিনিয়ার মিজানুর রহমান জনি, মনিরুল হক মুন্না, শাহনেওয়াজ আশরাফী, হিমেল মজুমদার, ফরহাদ বিন জামাল শুভ, ফয়সাল ওয়াসি প্রমুখ। সভায় সুজন আরও বলেন, কর্পোরেট সিন্ডিকেটরা ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি এখন ব্রয়লার মুরগির দামও নিয়ন্ত্রণ করছে। এসব সিন্ডিকেটের হাতে দেশের ব্রয়লার মুরগির ব্যবসা পুরোপুরি জিম্মি হয়ে পড়েছে। তারা ইচ্ছেমতো মুরগির বাচ্চার দাম নিয়ন্ত্রণ করছে, খাদ্যের দাম নিয়ন্ত্রণ করছে, ফলত প্রান্তিক খামারীরা এখন আর পোল্ট্রি ব্যবসা করতে আগ্রহী হচ্ছে না। এতে করে একদিকে প্রান্তিক খামারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে ভোক্তাগণ অতিরিক্ত দামে মাংসের প্রোটিন গ্রহন করতে বাধ্য হচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।