দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলায় মনিটরিং টিমের অভিযান

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন উপজেলায় বাজার মনিটরিং জোরদার ও অভিযান পরিচালনা করা হয়েছে।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ পৌর সদর, খানহাট ও রওশনহাট এলাকায় বাজার মনিটরিং টিম মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে ৫ ব্যবসায়ীকে ১০ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৃথক এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং টিম নিয়মিত অভিযান চালাচ্ছে। গতকাল পরিচালিত অভিযানের সময় চন্দনাইশ পৌর সদর, খানহাট ও রওশনহাটে বিভিন্ন কাঁচাবাজার ও মুদি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫ ব্যবসায়ীকে ১০ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ার চুনতিতে ৭ দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ইউনিয়নের ডেপুটি হাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭ দোকানিকে জরিমান করা হয়েছে। এছাড়া কাঁচা বাজারের অসংখ্য দোকানিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, দক্ষিণ রাউজানের বড় বাণিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে বাজার মনিটরিংয়ে নেমেছে রাউজান থানা পুলিশ। পবিত্র রমজানের ১১ তম দিবস সোমবার এই অভিযান চালানো হয় নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়াকে সাথে নিয়ে অভিযানে নেতৃত্বদানকারী সহকারি পুলিশ

সুপার মোহাম্মদ হুমায়ূন বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার সতর্কবার্তা দিতেই এই অভিযান। চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, যারা রমজানের দিনে মানুষকে জিম্মি করে অতি মোনাফা করবে তাদের ছাড় দেয়া হবে না। অভিযানের সময় কম দামে তরমুজ কিনে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর মওজুত করা প্রতিটি তরমুজ ষাট টাকা করে তৎক্ষণিক বিক্রির নিদেশ দেন।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বাজার মনিটরিংয়ে থাকলেও এবার পৃথকভাবে বাজার মনিটরিংয়ে নেমেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের টিম। এতে করে ক্রেতারা উপকৃত হচ্ছে ও অভিলোভি ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে সবজি ও মাছমাংস বিক্রি করতে বাধ্য হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল বিকেলে সীতাকুণ্ড মোহন্তেরহাট মনিটরিংয়ে নামে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদের নেতৃত্বে পুলিশের একটি টিম। এসময় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এ পুলিশ কর্মকর্তা। বাজারে ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি করার জন্য বলেন। ক্রেতারা যাতে নিধারিত দামে সবজি ও মাছমাংস ক্রয় করতে পারেন। নির্বারিত মূল্যের বেশি দাম নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, পৃথক ভাবে মনিটং করা হলেও আমরা সবাই কাজ করছি বাজারে নির্ধারিত মূল্যে সবজি ও মাছমাংস বিক্রি করার জন্য। কিন্তু অতিলোভী কিছু ব্যবসায়ী সুযোগ বুঝে সবজির মূল্য বাড়িয়ে বিক্রি করে থাকে। এতে অনেকে ঠকছে ক্রেতারা । আমরা ওই সকল ব্যবসায়ীদের ইতিমধ্যে চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছি। এই ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআর্তমানবতার সেবায় এগিয়ে আসুন
পরবর্তী নিবন্ধকবির আহাম্মদ