দ্বীন প্রচার ও মানবসেবাই আউলিয়ায়ে কেরামের জীবন দর্শন

সারোয়াতলী দরবারের মাহফিলে বক্তারা

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী সারোয়াতলী আল-হক দরবারের শাহসূফী আল্লামা সৈয়দ আবদুল হালিম শাহ্‌ (রহ.) এর বার্ষিক ওরশ ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত শনিবার দরবার শরীফে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সারোয়াতলী আল হক দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ জামাল উদ্দীন হোসাইন (মজিআ)। তিনি বলেন, আউলিয়ায়ে কেরাম হচ্ছেন মানবশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব। দ্বীন প্রচার ও মানবসেবাই ছিল তাঁর জীবন দর্শন ও মিশন। মাহফিলে মুখ্য আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ আল্লামা এনাম রেজা আলকাদেরী। আলোচক ছিলেন মাওলানা সৈয়দ আমান উল্লাহ, শাহজাদা সৈয়দ জুনাইদ মুহাম্মদ জামী। ওরশ উপলক্ষে গৃহীত কর্মসূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগানসহ বিভিন্ন খতম, হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনায় আখেরি মুনাজাত। মুনাজাত পরিচালনা করেন শাহ্‌সূফি মাওলানা সৈয়দ জামাল উদ্দীন হোসাইন (মজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলাল মোরগের ঝুঁটি
পরবর্তী নিবন্ধহাটহাজারী বনবিভাগের মাছের পোনা অবমুক্ত