দ্বিমুখী অবস্থানের সমালোচনা আজহারউদ্দিনের

পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

এক যুগেরও বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না ভারত। অথচ বহুদলীয় টুর্নামেন্টে ঠিকই চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয় তারা। প্রতিবেশীদের সঙ্গে খেলা নিয়ে নিজ দেশের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। নতুন করে এই আলোচনা উঠেছে আসন্ন এশিয়া কাপকে কেন্দ্র করে। নানা টানাপোড়েনের পর অনিশ্চয়তার সুতোয় ঝুলতে থাকা এবারের আসরের গ্রুপিং ও সূচি শনিবার দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। আসরে তিনবার এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়। দুই দেশ এক পর্যায়ে যুদ্ধেও জড়ায়। তখন থেকেই পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আওয়াজ ওঠে ভারতে। গণমাধ্যমে খবর বের হয়, কোনো টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না ভারত। তাতে অনিশ্চয়তায় পড়ে যায় এশিয়া কাপ। কিন্তু শেষ পর্যন্ত ঠিকই হতে যাচ্ছে আসরটি। আবার সেখানে পাকিস্তানের মুখোমুখিও হতে যাচ্ছে ভারত। যা নিয়ে ভারত জুড়ে বইছে বিতর্কের ঝড়। টুর্নামেন্টটি বয়কট করতে বিসিসিআইকে জানানো হচ্ছে আহ্বানও। আজহার উদ্দিন অবশ্য শুধু এশিয়া কাপ নয়, আইসিসির টুর্নামেন্টেও এই দুই দেশের মুখোমুখি লড়াই দেখতে চান না। তার মতে, হয় সব ধরনের ম্যাচ খেলবে দল দুটি, না হয় কিছুই খেলার দরকার নেই। তিনি বলেন আমি সবসময় বলি যে পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ম্যাচই খেলা উচিত। যদি সেটা না হয় তাহলে কোনো ম্যাচই খেলা উচিত নয়। দ্বিপাক্ষিক সিরিজ না খেললে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেও খেলা উচিত নয়। এটাই আমি বিশ্বাস করি।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েল এয়ারড্রপ শুরু করার পর মিশর থেকে গাজার পথে ত্রাণের ট্রাক
পরবর্তী নিবন্ধজাভিকে নিয়ে শিক্ষার্থীর তামাশা