দ্বিধাহীন পথচলায় ছন্দপতন

শ্যামল চৌধুরী | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

উৎসবের ভীড়ে নিজেকে মাঝে মাঝে খুব একা মনে হয়। মনে হয়, সবদিকে শুধুই হতাশার হাতছানি। চারপাশের মানুষগুলো দেখলে মনে হয় চোখের চাহনি আর অন্তরের মধ্যে বিস্তর ফারাক। সবাই যেন মেকি আচরণে অভ্যস্ত হয়ে পড়েছে। অন্তরের বিশালতাকে যেন অক্টোপাসে আঁকড়ে ধরে আছে। নিজেকে নিয়েই ব্যস্ত থাকাটা যেন সমীচিন হয়ে পড়েছে। কি যেন এক দ্বিধা, অবিশ্বাস, অশ্রদ্ধা, অসহিষ্ণুতা নতুন করে জায়গা করে নিচ্ছে। দিন দিন শৃংখলিত হয়ে পড়ছে অদৃশ্য অশুভ শক্তির কাছে। কাউকে বুঝানো যায় না, আর কেউ বুঝতেও চায় না। এ যেন দ্বিধাহীন পথচলায় ছন্দপতন। তবুও মানুষ আশায় বুক বাঁধে। আশাই মানুষকে বাঁচিয়ে রাখে।

পূর্ববর্তী নিবন্ধজীবনের ধারা শুধুই বদলায়
পরবর্তী নিবন্ধইক্বামতে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব- এটি আল্লাহর ফরজ বিধান