দ্বিতীয় দিনে ৮টি ম্যাচ সম্পন্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রদিবেদক | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১২:০৮ অপরাহ্ণ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা পর্যায়ের গতকাল ৮টি খেলা সম্পন্ন হয়েছে। যেখানে বঙ্গবন্ধু কাপে ৪টি এবং বঙ্গমাতা কাপে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপের দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাঁচলাইশ আলহাজ্ব এম নাজের সরকারী প্রাথমিক বিদ্যালয়। তারা ৫-২ গোলে হারিয়েছে সীতাকুন্ড মাদামবিবির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে। বিজয়ী দলের পক্ষে ইশমাম এবং বার্না ত্রিপুরা দুটি করে গোল করে। একটি গোল করে লাল সাংরিয়ান বম। বিজিত দলের পক্ষে দুটি গোলই করে সাজিদুল। দিনের দ্বিতীয় ম্যাচে পটিয়া উপজেলার চক্রশালা মাতঙ্গিনী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হাটহাজারী ফটিকা রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. মুসফিক এবং জয়ন্ত শীল একটি করে গোল করে। দিনের তৃতীয় ম্যাচে ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বোয়ালখালীর শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল দুটি করে সমীর ত্রিপুরা এবং সুবল ত্রিপুরা । বালক বিভাগে দিনের শেষ ম্যাচে লোহাগাড়া উপজেলা কুলপাগলী সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে কোতোয়ালী সরকারি ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
একই মাঠে অনুষ্ঠিত বালিকা বিভাগের প্রথম ম্যাচে পাঁচলইশ থানার হামজারবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সীতাকুন্ড উপজেলার অলি নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাইমা আকতার এবং নুসরাত আকতার গোল দুটি করে। দিনের দ্বিতীয় ম্যাচে পটিয়া উপজেলার উত্তর হরণা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সিরাজুম মুনিরা ২টি এবং উর্মি আকতার একটি গোল করে। দিনের তৃতীয় ম্যাচে ফটিকছড়ি উপজেলার জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। বালিকা বিভাগের দিনের শেষ ম্যাচে লোহাগাড়া উপজেলার মধ্য পুটিবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে কোতোয়ালী থানার পাথরঘাটা এস এম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খদিজাতুল কোবরা ৩টি এবং নাফিসা আকতার একটি গোল করে।

পূর্ববর্তী নিবন্ধনিউ স্টার ক্রিকেট অ্যাকাডেমির জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধচুকবল লিগের ফাইনাল আজ