ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি মুশফিকুর রহিম। আঙুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন মুশফিক। তাই অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে পাওয়া যাবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে। প্রথম টি-টোয়েন্টির আগের দিন বুধবার দলের অনুশীলনে বল লাগে মুশফিকের ডানহাতের বুড়ো আঙুলে। জায়গাটা ফুলে থাকায় তিনি খেলতে পারেননি বৃহস্পতিবারের ম্যাচে। শুক্রবার তিনি অনুশীলন করেন মিরপুর স্টেডিয়ামে। পরে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম সুখবর জানান মুশফিকের ইনজুরি নিয়ে। গত ২ মার্চ মুশফিকুর রহিমের আঙুলে বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। সেখানে চিড় বা এই ধরনের কিছু আসেনি। গত বৃহস্পতিবার তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দেখা গেছে ফোলা আর নেই। গতকাল ব্যাটিং করেছেন মুশফিক। স্পিনে ব্যাট করেছেন। পেস বোলিংও খেলেছেন। সবমিলিয়ে সে ভালো আছে। দ্বিতীয় ম্যাচে দলে থাকার বিবেচনায় সে আসবে।
এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি দলে ফিরেন মুশফিক। সবশেষ গত নভেম্বরে পাকিস্তান সিরিজের দলে তাকে রাখা হয়নি। নির্বাচকরা তখন বলেছিলেন, বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যানকে। মুশফিক নিজে অবশ্য সংবাদমাধ্যমকে বলেছিলেন, দলের বাইরে রাখাকে তিনি বাদ হিসেবেই নিচ্ছেন। এরপর বিপিএলে খুব ভালো না খেললেও জায়গা পান আফগানিস্তান সিরিজের স্কোয়াডে। দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা পেয়ে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন তিনি। বাংলাদেশের হয়ে ৯৯ ম্যাচ খেলে মুশফিকের সার্বিক পারফরম্যান্স অবশ্য খুব ভালো নয়। ৬ ফিফটিতে ১ হাজার ৪৬৫ রান করেছেন স্রেফ ১৯.৭৯ গড় ও ১১৫.৭৫ স্ট্রাইক রেটে।