এক ম্যাচ আগেই সিরিজ জয়ের হাতছানিকে সামনে রেখে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তামিম বাহিনী। আজ সোমবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজ শুরুর আগে সব হিসেব নিকেশেই বাংলাদেশ ছিল ফেভারিট। আর প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তা প্রমাণ করেছে রেকর্ড ব্যবধানে জয়লাভ করে। তামিম বাহিনীকে এদিন অনেক বেশি উজ্জ্বল, সমৃদ্ধ ও শক্তিশালী মনে হয়েছে। আজও টাইগাররা সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে পারলে আইরিশদের সিরিজে ফেরা হবে অনেক কঠিন হয়ে যাবে। এদিকে ম্যাচ শুরুর সময়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু ম্যাচ শুরু বা ম্যাচের সময়ে নয় আজ সোমবার পুরোদিনেই সিলেটে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী গতকাল রোববারের চাইতেও আজ বৃষ্টির মাত্রা আরো বেশি থাকবে। বজ্রসহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যা ৬টার পর বৃষ্টির মাত্রা আরো বাড়বে। তাই কার্টেল ওভারে ম্যাচ শেষ করতে অফিসিয়ালদের হিমসিম খেতে হবে।