সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকালের কল্লোল সংঘ গ্রীন এবং রিজেন্সী এস সির খেলা বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। ফলে দু’দলই একটি করে পয়েন্ট লাভ করবে।
আজকের খেলায় অংশ নেবে আবেদীন ক্লাব এবং কে এম স্পোর্টিং ক্লাব। সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।