ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচও জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার থিম্পুতে বাংলাদেশ জিতেছে ৪–২ গোলের বড় ব্যবধানে। তবে এই ম্যাচে প্রথমে ২–০ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশের মেয়েরা। বুধবার প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫–১ গোলে। অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই প্রীতি ম্যাচ দুটি খেলেছে বাংলাদেশ। অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ না পাওয়ায় ভুটানের বিপক্ষে খেলা ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের। খেলার ১৪ ও ২২ মিনিটে ভুটান যেভাবে দুই গোল দিয়ে ২–০ তে লিড নিয়েছিল, সেখানে বাংলাদেশ রক্ষণের ভঙ্গুর চিত্রই ফুটে উঠেছে। পরে চার গোল করে ফরোয়ার্ডরা ম্যাচটা বের করে এনেছেন ঠিকই, কিন্তু দুই গোলে পিছিয়ে পড়ে পাওয়া জয় কোচের কপালের ভাঁজ বড় করবে নিশ্চয়ই।
৩৫ মিনিটে সাবিনা ও ৩৯ মিনিটে সাগরিকার গোলে ম্যাচে সমতা ফিরিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। জোড়া গোল করে ভুটানের বিপক্ষে শতভাগ জয়ের ধারা বজায় রাখেন ঋতুপর্না চাকমা। ৬১ মিনিটে বাঁ দিক দিয়ে ঢুকে ঋতুপর্না চাকমা যে শট নেন, তা ভুটানের এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় জালে। ৮৬ মিনিটে কর্নার থেকে গোলমুখে তৈরি জটলায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন বদলি হিসেবে নামা ঋতুপর্না চাকমা।