নগরীর জামাল খান খাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো পরিচালিত উচ্ছেদ অভিযানে গতকাল ৩টি বহুতল ভবনের খাল দখল করে নির্মিত অংশ উচ্ছেদ করা হয়। সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শুরুতে জামাল খানে একটি ১২ তলা টাওয়ারের খাল দখল করে নির্মিত অংশ ভাঙার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আরো একটি ৬ তলা এবং অপর একটি ৯ তলা ভবন উচ্ছেদ করা হয়। এই সময় প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন, আলমগীর খান, দীপক বডুয়া, বিমান বডুয়া, শাহাদাত হোসেন, গৌরাঙ্গ চন্দ্র পাল, পেশকার ফয়েজ আহমেদ, লিটন চন্দ্র দাস, মিথু চৌধুরী এবং সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।