দ্বিতীয় দফায় কর্মবিরতিতে চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করছেন। এমন পরিস্থিতিতে গতকাল দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সিভিল সার্জনের কাছে ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন তারা।

এতে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বেসরকারি ৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এরমধ্যে ছিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, আইএএইচএস মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এবং মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

স্মারকলিপি গ্রহণ করে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের দাবির প্রতি একমত পোষণ করেন। একইসঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাসও দেন তিনি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলএমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবে না। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধখালের গুরুত্বপূর্ণ পয়েন্টে খনন করলে আগামী বর্ষায় জলাবদ্ধতা হ্রাস পাবে
পরবর্তী নিবন্ধপ্রিয় নবীর (দ.) ওপর দরুদ শরিফ পাঠ ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত