দ্বিচারিণী

হেলাল চৌধুরী | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

এক প্রেমিকার কথা বলছি শোনো

খুঁত পাবে না তার ভালোবাসায় কোনো।

অথচ সবটাই মায়া, মরীচিকা ছিলো

প্রতারিত হয়েছি বারবার।

মাথার তাজ করে রেখেছিলাম তারে।

ভালোবাসা দিয়েছিলাম উজাড় করে।

তার চোখের তারায় নিজেকে হারিয়ে

খুঁজে ফিরেছি বারবার।

অথচ সে কখনো আমার ছিলো না।

ভালোবাসার মোড়কে পেয়েছি ছলনা।

তার নিখুঁত অভিনয় বুঝতে পারিনি

ঠকে গিয়েছি বারবার।

রূপে ছিলো তার মোহিনী আগুন।

তার শরীর খেয়েছে হিংস্র শকুন।

পশুর সাথে সহবাস করে সে

তৃপ্ত হয়েছে বারবার।

পুরুষ শিকারে ছিলো সিদ্ধহস্ত।

আত্মীয়, বিপত্নীক অথবা গেরস্ত।

জাত কুলের ধার সে কখনো ধারেনি

প্রেমে পড়েছে বারবার।

একাধিক পুরুষ তার তপ্ত বুকে।

গুঁজেছিলো মুখ, শুয়েছিলো সুখে।

সবার কাছে ছিলো সে সতীসাবিত্রী

বিশ্বাস মরেছে বারবার।

চোখের পাতা কাঁপেনি মিথ্যা বলায়।

অনুভূতি লুকিয়ে ছিলো অর্থের তলায়।

হাত থেকে হাতে সে বদল হয়েছে

ভালোবাসা হেরেছে বারবার।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ নয় শান্তি চাই
পরবর্তী নিবন্ধবিরহের উইল