দ্বন্দ্ব একজনের সঙ্গে, তাকে না পেয়ে বন্ধুকে খুন

ঝাউতলায় ছুরিকাঘাতের ঘটনা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ঝাউতলা স্টেশন এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মো. আনোয়ারের ছেলে মো. বেলাল। গতকাল রাত সাড়ে আটটার দিকে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় মো. বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. বেলাল ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের অনুসারী জানিয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ আজাদীকে বলেন, ছুরিকাঘাতে সম্পৃক্ত যারা তারাও হিরণের অনুসারী। হিরণকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা এমন তথ্য পেয়েছি। জড়িতদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ। তিনি বলেন, মো. বেলাল সিএনজি চালক। মিজান নামে তার এক বন্ধুর সাথেই মূলত জড়িতদের দ্বন্দ্ব। ছুরিকাঘাতকারীদের সাথে বিকাল সাড়ে চারটার দিকে মিজানের কথা কাটাকাটি হয়। পরে রাতে তাকে না পেয়ে মো. বেলালের উপর হামলার ঘটনা ঘটে। বেলাল একা ছিল। ছুরিকাঘাতের পেছনে প্রকৃত কী কারণ রয়েছে তা জানার চেষ্টা করছেন উল্লেখ করে শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আশা করছি, দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হব। তখন জানা যাবে কেন কী কারণে মো. বেলালের উপর হামলা করা হয়েছে।

এদিকে এক সূত্র জানিয়েছে, একটি গ্রাম সিএনজি স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েই মূলত ঘটনার সূত্রপাত। বেলাল গ্রুপ আর বাবুল গ্রুপের মধ্যে সিএনজি স্টেশনের নিয়ন্ত্রণ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মিজান গ্রুপের মো. বেলালের উপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। উভয় গ্রুপের লোকজন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের অনুসারী বলেও সূত্রটি জানায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ সদস্য নুরুল আলম আশেক আজাদীকে বলেন, ছুরিকাঘাতের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় মো. বেলাল নামের একজনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনতুনদের ওপরই জোর আওয়ামী লীগের
পরবর্তী নিবন্ধতৃতীয় টার্মিনালও বিদেশি অপারেটরকে দেয়ার চিন্তা