কাতারের রাজধানী দোহায় আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান মেগা কনসার্ট’। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত শিল্পী জেমস। খবর বিডিনিউজের।
দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট আয়োজনের উদ্যোক্তা। গত মঙ্গলবার রাতে দোহার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কনসার্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্ণধার সোহরাব হোসেন সরকার। তিনি জানান, দোহার সানাইয়া এলাকায় অবস্থিত এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে কনসার্টটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল ৪টায় গেট খোলা হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।