দোহাজারী বাজারে পূরবী বাসের সাথে অটোরিকশায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের দুই জন ছেলে–মেয়ে ও অটোরিকশা চালকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করেন দক্ষিণ জেলা বিএনপির নেতা ও উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি রাজীব জাফর চৌধুরী। তিনি নিহত দুই ভাই–বোনের পিতাকে সান্ত্বনা দেন এবং তার পরিবারের পাশে দাঁড়ানো আশ্বাস দেন। এছাড়াও তিনি নিহত রিকশা চালকের পরিবারের বড় মেয়ে প্রিমা আক্তারকে চাকরির ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। রাজীব জাফর চৌধুরী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।