দোহাজারীতে রেলওয়ে থানার জায়গা পরিদর্শনে পুলিশ সুপার

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

 

 

নির্মাণাধীন দোহাজারীকক্সবাজার রেললাইনের দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় প্রস্তাবিত রেলওয়ে থানার জায়গা পরিদর্শন করলেন পুলিশ সুপার চট্টগ্রাম রেলওয়ে জেলা প্রকৌশলী মোহাম্মদ হাছান চৌধুরী। গত মঙ্গলবার সকালে রেলওয়ে থানার জায়গা পরিদর্শনের সময় তিনি বলেন, রেলে ভ্রমণকৃত যাত্রী ও বিদেশীসহ বিভিন্ন পর্যটকদের নিরাপত্তা দিতে গুরুত্ব বিবেচনা করে দোহাজারীতে রেলওয়ে থানা নির্মাণ করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত রেলওয়ে থানা নির্মাণের জন্য জায়গা নির্বাচন করতেই মূলত এখানে আসা। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে জেলার এডিশনাল এসপি সার্কেল আবদুল গফুর, চট্টগ্রাম রেলওয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, প্রকৌশলী ও কনসালটেন্ট মো. হাবিবুর রহমান, সার্ভেয়ার সেকান্দর আলী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুরসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রেলে ভ্রমণরত যাত্রীদের নিরাপত্তা দিতে এ লাইনের পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলেও রেলওয়ে সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রাথমিকেই গান শিখবে শিশুরা আড়াই হাজার শিক্ষক পদ হচ্ছে