দোহাজারীতে বিএনপির মিছিল সমাবেশ

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসদরে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আবদুল মাবুদ মাবু, মোহাম্মদ কামাল উদ্দিন, নুর মোহাম্মদ, জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, মোহাম্মদ ইউনুস বাবুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ইফতিয়ার উদ্দিন সুমন, মাহাফুজ, আল মোহাম্মদ হিরু, ফরিদুল আলম, আজগর আলী, জয়নাল আবেদীন, টপটেন কামাল উদ্দিন, শাহাজান, দেলোয়ার হোসেন দেলু, আবদুল হাকিম ছাদেক, লোকমান হাকিম, ছাত্রদলের সম্রাট, আজিজ, মাইনউদ্দিন, তানভীর প্রমুখ। সমাবেশে অ্যাড. নাজিম উদ্দীন চৌধুরী বলেন, বিএনপি এদেশের মাটি ও মানুষের রাজনৈতিক দল। তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের সজাগ থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধছড়ায় ছন্দে সুকুমার সন্ধ্যা
পরবর্তী নিবন্ধসম্মাননা পেলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশ ফাঁড়ি