দোহাজারীতে ফুটবল খেলায় দু পক্ষের মারামারি, আহত ৯

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

দোহাজারীতে ফুটবল খেলায় দু পক্ষের মারামারিতে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গত শুক্রবার পৌরসভার দিয়াকুল আশ্রয়ণ প্রকল্পস্থ মাঠে এ ঘটনা ঘটে। আহতরা দোহাজারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সাতকানিয়ার খাগরিয়া ও দোহাজারী পৌরসভার রায়জোয়ারা টিমের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা চলাকালীন সময়ে একটি ফাউলকে কেন্দ্র করে উভয় টিমের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তা মারামারির ঘটনা ঘটে। এতে নারীসহ উভয়পক্ষের ৯ জন আহত হয়। আহতরা হলেন রায়জোয়ারা গ্রামের মো. রফিকের ছেলে মেহেদি হাসান বাবু (১৮), ওসমানের ছেলে মো. রিদোয়ান (১৬), আব্দুল মজিদের ছেলে মো. আরিফ (১৮), আশ্রয়ণ প্রকল্পের মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. রিদয় (১৭), শামছুল আলমের ছেলে চানজু (১৯), আব্দুল হামিদের ছেলে মো. আসিফ (১৬), রমিজ উদ্দীনের মেয়ে নুর নাহার বেগম (২৭), কামরুন নাহার (২১), মোছা. পারভীন আক্তার (১৫)।
খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আরিফুজ্জামান খানসহ পুলিশদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির সরকার বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঅনুপ্রবেশকারীদের ঠেকাতে আরো কঠোর হতে হবে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধদুইশ যাত্রী নিয়ে ৫৫ মিনিটে সন্দ্বীপ থেকে কুমিরা