দোহাজারীতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার বার্মা কলোনিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ রহিমা বেগম (৪০) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নারী শঙ্খ নদীর দক্ষিণ তীরস্থ বার্মা কলোনিতে বসবাসকারী রোহিঙ্গা ওসমানের স্ত্রী।

জানা যায়, গ্রেপ্তার ওই রোহিঙ্গা নারী দীর্ঘদিন ধরে বার্মা কলোনিসহ আশেপাশের এলাকায় মদ ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। মাদক বেচাকেনার সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনী ও থানা পুলিশ রোববার রাতে অভিযান পরিচালনা করে। এ সময় রোহিঙ্গা মাদক কারবারি রহিমা বেগমের বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ, গাঁজা ও ইয়াবার সরঞ্জাম উদ্ধার করা হয়।

চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, মাদক কারবারি রহিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সোমবার তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভ্যান চালক হত্যা মামলায় গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ভর্তি মেলা শুরু