চন্দনাইশের দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদন্ডী এলাকায় আগুনে পুড়ল বসতবাড়ি। এতে ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের । গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আগুনে পুড়ে যায় রবসতবাড়িটি।
জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ডের হাছনদন্ডী এলাকার মৃত মো. ইসমাইলের পুত্র জয়নুল আলমের বসত বাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুনে পুরো বাড়ি গ্রাস করে নেয়। এতে বাড়িতে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল পুড়ে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে রক্ষিত জায়গা জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজও পুড়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত জয়নুল আলম বলেন, সকাল ৯ টার সময় আমার ভাবি বাড়িতে তালা দিয়ে পাশ্ববর্তী বাড়িতে গেলে হঠাৎ মানুষের চিৎকার শুনে এসে দেখে বাড়িতে আগুন জ্বলছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ ছিলো না, এমনকি চুলায় আগুনও ছিলো না। ফলে আগুন লাগার কোন প্রশ্নই আসে না। তার ধারণা পূর্ব শুক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি বলেন, গত ৭ মাস আগেও একইভাবে তার বাড়িতে আগুন লাগানো হয়েছিলো। এই বিষয়ে তিনি চন্দনাইশ থানায় অভিযোগ দাখিল করবেন বলেও জানান। চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাড়িটি পুড়ে যায়। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা জানা যায়নি।