মহামারি করোনা ভাইরাস থেকে হাসপাতালে আসা সাধারণ মানুষকে রক্ষায় চন্দনাইশের দোহাজারী হাসপাতালে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। গত শনিবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকে স্থাপিত উক্ত বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি । এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে করোনা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় করোনা থেকে রক্ষা পেতে সতর্ক হওয়া ছাড়া কোন উপায় নেই। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মো. মানিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে উক্ত বুথের ব্যবহার সম্পর্কে অবহিত করেন ছাত্রলীগ নেতা মিনহাজ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবু তেয়ব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, ডা. আবদুল খালেক, যুবলীগ নেতা মো. লোকমান হাকিম, সাইফুল ইসলাম সুমন, মাহিদুল ইসলাম রাজিব, মহানগর ছাত্রলীগ নেতা সাফায়েত ফাহিম, জাহিদ হাসান সাইমন, জেলা ছাত্রলীগের সদস্য জাহেদুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান চৌধুরী, ওয়াহিদ, সম্রাট চৌধুরী, কাজী রুমি, গোফরানুল হাসিব, ফরমান, কাফি চৌধুরী, সৈকত, নওশাদ ফয়সাল, আবুল হাসান, আমির, আরিফ সুলতানি প্রমুখ।