দোহাজারী ব্লাড ব্যাংকের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার দোহাজারী ব্লাড ব্যাংকের উদ্যোগে ৭ শতাধিক নারীপুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। গত সোমবার ঈদ পুকুরিয়া সমাজ সেবা সংঘের অভিষেক ও মহান বিজয় দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা।

এতে এলাকার কবর খননকারী ও মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মাননাও প্রদান করা হয়। ঈদপুকুরিয়া সমাজসেবা সংঘের সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকবর সেভেন গ্রুপের সিইও মো. আকবর আলী। উদ্বোধক ছিলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অসুস্থ ছাত্রদল নেতাকে বিএনপির অনুদান
পরবর্তী নিবন্ধপাঠানটুলী খান সাহেব উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ