দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন আজ

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

নবগঠিত দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। পৌরসভা গঠনের ৬ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় পৌরবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

সূত্র জানায়, দোহাজারী পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী যুবলীগ নেতা মো. লোকমান হাকিম, বাংলাদেশ ইসলামী ফ্রট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম এবং স্বতন্ত্র হিসেবে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, ১৪টি কেন্দ্রে দোহাজারী পৌরসভার ভোটগ্রহণ করা হবে। প্রত্যকটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের জন্য ইতোমধ্যে সমস্ত সরঞ্জামাদি ও জনবল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ জন ম্যাজিস্ট্রেট, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ৮ জন আনসার সদস্য, ৩ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পরিমাণে র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের ৩ জন পর্যবেক্ষক সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। গত শনিবার রাত ১২টা থেকে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১১ লাখ টন চাল ও গম আমদানি করবে সরকার
পরবর্তী নিবন্ধচাকরি হারালেন রেলের ৮ হাজার অস্থায়ী কর্মী