দোহাজারী পৌরবাসী পেয়েছে একজন সৎ নিষ্ঠাবান ও পরিশ্রমী পৌরপিতা

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৯:৩৭ পূর্বাহ্ণ

 

 

চন্দনাইশ প্রতিনিধি ম

চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দোহাজারী পৌরবাসীর দাবি ছিল নির্বাচনের মাধ্যমে একজন মেয়র নির্বাচিত করা। দোহাজারী পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ৬ বছর পর গত ১৭ জুলাই সেই আকাংখিত নির্বাচনের মধ্যদিয়ে জনগণের দাবি পূরণ হয়েছে। দোহাজারীবাসী পেয়েছে একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী পৌরপিতা। তিনি গত বৃহস্পতিবার দোহাজারী পৌরসভা চত্বরে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র মোঃ লোকমান হাকিম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় আরো অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, জাফর আলী হিরু, আব্দুল শুক্কুর, বশির উদ্দিন খান মুরাদ, নবাব আলী, সোলাইমান, কমিশনার মোহাম্মদ ইদ্রিচ। এতে আরো উপস্থিত ছিলেন আবদুল আলীম, আবদুর রহিম চৌধুরী, খোরশেদ বিন ইছহাক, খোরশেদ আলম টিটু, আকতার হোসেন, মনসুর আলী ফয়সাল, আলী আকবর প্রমুখ। এ ছাড়া নবনির্বাচিত সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আকতার সানজিদা জাফর পপি ও কবি জাহাঙ্গীর আলম। আলোচনা সভা শেষে নবনির্বাচিত মেয়র মো. লোকমান হাকিমের নিকট আনুষ্টানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়া কেন্দ্র ও জেলা কমিটির সভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় এমপি নদভীর ত্রাণ ও অর্থ বিতরণ