দোহাজারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ঈদ উপহার বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশের ‘দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ’র উদ্যোগে দোহাজারী পৌরসভার পাঁচটি এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পায়জামা ও টুপি বিতরণ করা হয়। এ উপলক্ষে গত শুক্রবার দোহাজারী সদরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোনাফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু। প্রধান বক্তা ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হাকিম। সংগঠনের সাধারণ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু ও এসএম মুছার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা আ. লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বাবলু, ডা. আবু জাকের, মো. ইসলাম খান।

আলোচনায় অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী শহিদুল ইসলাম, কামরুল ইসলাম মিন্টু, নুর মোহাম্মদ হোসেন, রহিমুল্লাহ সেলিম, এহসান বেগ, শাহজাহান, তৌহিদুল ইসলাম, আলী হোসেন, আব্দুল গফুর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যান পদে প্রার্থী হবেন জাফর আলম
পরবর্তী নিবন্ধবন কর্মকর্তা হত্যার প্রতিবাদে চুনতিতে মানববন্ধন