দোষ স্বীকার করে বিতর্কিত বক্তা আমির হামজার জবানবন্দি

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় বিতর্কিত ধর্মীয় বক্তা আমির হামজা আদালতে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া গতকাল সোমবার তার খাসকামায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে পাঁচ দিনের রিমান্ড শেষে হামজাকে আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান। খবর বিডিনিউজের।
গত ২৪ মে কুষ্টিয়া থেকে আমির হামজাকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত শাখা সিটিটিসি। এরও আগে গত ৫ মে ঢাকার সংসদ ভবন এলাকা থেকে গ্রেপ্তার ২২ বছর বয়সী তরুণ আবু সাকিব ওরফে আল আমিন জিজ্ঞাসাবাদে পুলিশকে আমির হামজার ওয়াজের বিষয়ে তথ্য দেন। পুলিশ বলছে, সাকিব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। উগ্রবাদী ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে তিনি ‘তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলার’ পরিকল্পনা করছিলেন। সাকিবকে আটকের পর রাজধানীর শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিবসহ আলী হাসান উসামা ও মাওলানা হাসান গুনবী নামে দুজনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, সাকিব মোবাইল ফোনে নিয়মিত আলী হাসান ওসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা ও হারুণ ইজহারের ওয়াজ শুনতেন। সেসব ওয়াজে যেসব বার্তা প্রচার করা হত, তাতেই তিনি উগ্রবাদে উদ্বুদ্ধ হন। এ মামলায় গ্রেপ্তার আলী হাসান ওসামা ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর আবু সাকিব রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ভূমিহীন’ নামে বরাদ্দ পাওয়া ঘরে থাকেন না ‘ওরা’
পরবর্তী নিবন্ধচকরিয়া ও হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু