দোভাষের বাসায় নগর আ’লীগের ১২ নেতার বৈঠক

‘৮ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের সফরের প্রস্তুতি’

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৪:৫২ পূর্বাহ্ণ

নগর আওয়ামী লীগের চলমান ইউনিট সম্মেলনের নানা অনিয়মের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করার পর কেন্দ্রীয় নির্দেশে বন্ধ করা হয়েছে ওয়ার্ড সম্মেলন। আগামী ৮ জানুয়ারি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম আসবেন এবং মহানগর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সাথে বৈঠক করবেন। ঐ বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সাথে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কি কি কথা হবে তা নিয়ে আলোচনার জন্য গত মঙ্গলবার রাতে নগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের ফিরিঙ্গী বাজার বাসভবনে বসেছেন নগর আওয়ামী লীগের শীর্ষনেতাদের বড় একটি অংশ। বৈঠকে নগর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম এ লতিফ, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমানসহ আরো অনেক নেতা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত নগর আওয়ামী লীগের দুই নেতা আজাদীকে জানান, আমরা চাই গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হোক-সংগঠনে সুস্থ ধারা ফিরে আসুক। কেন্দ্রের নির্দেশে মহানগর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র মোতাবেক মহানগর আওয়ামী লীগের ইউনিট সম্মেলন শুরু হয়েছিল। সম্মেলন শুরুর পর দেখা গেল ওয়ার্কিং কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। ইউনিট সম্মেলনে যে ওয়ার্কিং কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না তা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের কাছে অভিযোগ করা হয়েছিল। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে বৈঠক হয়েছে। সেখানে মহানগর সাধারণ সম্পাদ আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। সেখানে ওয়ার্কিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিট সম্মেলন হবে বলে সভাপতি ও সাধারণ সম্পাদক আশ্বস্থ করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল ইউনিট সম্মেলনে ওয়াকির্ং কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। সংগঠনের গঠনতন্ত্র অনুসরন না করে-অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিট সম্মেলন হচ্ছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা বিষয়টি কেন্দ্রকে অবহিত করেছি। কেন্দ্র হলো আমাদের সংগঠনের অভিভাবক। এজন্য আমরা কেন্দ্রকে জানিয়েছি-বুঝিয়েছি। কেন্দ্র বিষয়টি বুঝতে পেরে ওয়ার্ড সম্মেলন স্থগিত করেছেন। আমরা যখন কেন্দ্রের কাছে গিয়ে পুরো বিষয়টি জানিয়েছি-তারা ৮ তারিখ চট্টগ্রাম এসে মহানগর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সাথে বসবেন বলেছেন। কেন্দ্রীয় নেতারা যখন চট্টগ্রাম আসবেন তাদেরকে আমরা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কি কি কথা বলবো-সেটা নিয়েই আমাদের মাঝে আলোচনা হয়েছে। এখানে তো লুকোচুরির কিছু নেই। এখানে প্রায় সবাই ছিল।

পূর্ববর্তী নিবন্ধটাকা ছাড়া লাশ না দেয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধচলতি বছর বহির্নোঙরে ঘটেনি কোনো দস্যুতা