দোকান কর্মচারীকে নাস্তা আনতে পাঠিয়ে কৌশলে ক্যাশ বাক্সের তালা কেটে সাড়ে সাত ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে পূর্ব পরিচিত চোর। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় নগরীর হাজারি গলিস্থ মিয়া শপিং কমপ্লেক্সে পলাশ বণিকের স্বর্ণালঙ্কার তৈরির দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, পলাশ বণিকের দোকানের কর্মচারী তুর্জয় দত্ত দোকানে সন্ধ্যারতির জন্য এলে পূর্ব পরিচিত চোর বাপ্পু ধর নরেন (২৫) তাকে কৌশলে একশ টাকা দিয়ে হোটেল থেকে নাস্তা আনতে বলেন। পরে স্বর্ণের কাটার দিয়ে ক্যাশ বাক্সের তালা কেটে এক জোড়া স্বর্ণের কানের দুল, দুইটি স্বর্ণের চুড়ি, এক জোড়া কানপাশা, একটি স্বর্ণের চেইন এবং গলানো তিন ভরি চার আনা স্বর্ণসহ মোট সাত ভরি সাত আনা এক রত্তি স্বর্ণ চুরি করে পালিয়ে যায় নরেন। নাস্তা নিয়ে কর্মচারী দোকানে এসে দেখে আসামি দোকানে নাই এবং ক্যাশ বাঙের তালা ভাঙা।