দৈনিক ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে রেজু সেতু

কাল থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

কাল বুধবার থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত মেরামত কাজের জন্য বন্ধ থাকবে রেজু সেতু। এ বিষয়ে কক্সবাজার সড়ক বিভাগের পক্ষ হতে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেরামত কাজের জন্য কাল বুধবার ২৫ ডিসেম্বর থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা ধরে বন্ধ থাকবে কক্সবাজারটেকনাফ সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভ সড়কের রেজু সেতু। এই সময়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সওজ কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকনউদ্দিন খালেদ চৌধুরী জানান, প্রায় ৩ দশক আগে কক্সবাজারটেকনাফ সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভ সড়কের রামুউখিয়ার রেজু নদীর ওপর নির্মিত এক লেইনের বেইলি ব্রিজটি সমপ্রতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সেতুটি সংস্কার না করলে বড় দুর্ঘটনার আশংকা থাকায় জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ ব্রিজের অদূরে আরেকটি ফোর লেনের গার্ডার ব্রিজের নির্মাণ কাজও প্রায় দুই তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরসহ ভারতের সাথে করা চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
পরবর্তী নিবন্ধসেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিষদের অভিষেক