তিন পুরুষের পত্রিকা চার পুরুষের হাতে। কারণ বর্তমানে আমার সন্তানরাও পাঠক। এটা বিস্ময়কর ঈর্ষণীয় বটে। বলছিলাম স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক চট্টগ্রামের প্রাচীনতম জাতীয় সমমানের পত্রিকা দৈনিক আজাদী’র কথা। ৫ সেপ্টেম্বর ‘২১ প্রকাশনার ৬২ বর্ষে পদার্পণে আজাদী পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। দৈনিকটির শতবর্ষ উদযাপনে ইতিহাসের সাক্ষী হওয়ার প্রত্যাশা রাখি। গণমাধ্যমে আমার প্রথম ঠিকানা দৈনিক আজাদী। বরাবরের মতো আজাদী’র গেটাপ সেটাপ শব্দ বিন্যাসের প্রতি বিশেষ আকর্ষণ আছে। বিশেষ করে ৪র্থ বা সম্পাদকীয় পাতাটা অন্য কোনো পত্রিকার সাথে মেলানো দুষ্কর। একসময় চিঠিপত্র কলামে নিয়মিত লিখা হতো। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে ফলও পেয়েছি প্রচুর। মনে পড়ে দেশে খুন-রাহাজানি বেড়ে গেলে (তখনও ক্রসফায়ার শব্দের সাথে খুব একটা পরিচিত নই) চিঠিপত্রে লিখেছিলাম পাঁচ মামলার আসামীর যদি তিনটা খুনের মামলা থাকে, তাকে গ্রেফতার করে জনগণের টাকার শ্রাদ্ধ না করে, সরাসরি ফায়ারিং স্কোয়াডে দিলে অপরাধের মাত্রা কিছুটা হলেও কমতো। তার কিছুদিন পর তৎকালীন সরকার অপারেশন ক্লিনহার্ট নামে নব গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দিয়ে কিছু হলেও অপরাধ ও অপরাধীর সংখ্যা কমানোর চেষ্টা করেছে। খুঁজে পেলাম লিখার সার্থকতা। এভাবে চট্টলবাসীকে জাগ্রত করতে জন্ম থেকে অনন্য ভূমিকা রেখে চলা দৈনিক আজাদী পরম্পরা পাঠকের হাতে থাক এ আশায় আবারো অতলান্ত ভালোবাসা সকলের প্রতি। জয়তু আজাদী।