৬০ এর দশকে প্রকাশিত দৈনিক আজাদী অনেক চড়াই-উৎরাই পেরিয়ে গণমানুষের হৃদয় জয় করে ৬২ টিতে পদার্পণ করেছে সকালের সকলের প্রিয় পত্রিকা দৈনিক আজাদী।
সদ্য স্বাধীন দেশ পাকিস্তানী হানাদারেরা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে বিধ্বস্ত করে রেখে গিয়েছে চতুর্দিকে ধ্বংসস্তূপ অস্বাভাবিক পরিস্থিতি, এই অস্বাভাবিক পরিস্থিতিতে পত্রিকা প্রকাশ করাতো দূরের কথা স্বাভাবিক কোন কাজই তখন শুরু করা ছিল কষ্টসাধ্য, এই অস্বাবিক পরিস্থিতির মধ্যে সদ্য স্বাধীন বাংলার জনগণের দোরগোড়ায় দেশ-বিদেশের সংবাদ পৌঁছে দেয়ার দায়িত্ব পালনের কাজটি হাতে নিয়ে পুন:যাত্রা শুরু করেছিলেন দৈনিক আজাদী।
সে থেকে স্বাধীন বাংলাদেশে প্রথম প্রকাশিত দৈনিক আজাদী আজ-অব্দি স্বাধীনতার পক্ষে অন্যান্য অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে, শহর গ্রাম গঞ্জের নিপীড়িত নির্যাতিত অবহেলিত মানুষের পক্ষে অবহেলিত জনপদের বিভিন্ন সমস্যার কথা প্রকাশ করে যাচ্ছেন প্রিয় আজাদী। ৬২ বর্ষে পদার্পণে গণমানুষের পত্রিকা দৈনিক আজাদীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও আজাদী পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।