সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে দেড় কোটি টাকার স্বর্ণালংকারসহ ২ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাব। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের একটি ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয়। এরা হলেন মোছাম্মত ছহুরা খাতুন (৬৮) ও তার ছেলে আসমত উল্লাহ (২৪)। এ সময় তাদের দেওয়া তথ্য মতে চোরাচালানের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আনা স্বর্ণের ৮টি বার, ৫টি চেইন, ১ জোড়া বালা, ৩ জোড়া কানের দুল, ৩টি আংটি ও ৪টি লকেট উদ্ধার করা হয়।
র্যাব ৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, ইয়াবার বিক্রির লভ্যাংশ দিয়ে রোহিঙ্গারা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণের বার ও বিস্কুট উখিয়া ও টেকনাফ ক্যাম্পসমূহে পাচার করে আসছে। পরবর্তীতে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। আটককৃত মা ও ছেলেকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।












