‘দেশের স্বার্থে সবার একসঙ্গে কাজ করতে হবে’

| শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর পতেঙ্গা থানা কমিটির আলোচনা সভা সম্প্রতি কাটগড় কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পতেঙ্গা থানা কমিটির সভাপতি সত্য কুমার ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নগর কমিটির সিনিয়র সহসভাপতি ফণী ভূষণ দেবনাথ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বলভদ্র অনুগ্‌গা দাশ, প্রধান বক্তা ছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক রতন দাশ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এস কে সাগর। এসময় আরও উপস্থিত ছিলেন, অসীম বিশ্বাস, সোনা বাবু জলদাস, সুমন চৌধুরী, নারায়ণ দাস, কৃষ্ণ চক্রবত্তী, আজালা জলদাস, জিশু দে, মানিক দাশ, রাজু ধর, স্বপন ধর, সুমন পাল রনি, উত্তম কুমার নাথ, কাবুল মজুমদার, কাজল ধর, শেখর দেব, শংকর, পাপ্পু জলদাস, লাভলু জলদাস, আবির বিশ্বাস, প্রান্ত কুমার ধর প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদের অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধলিয়াকত স্মৃতি সংসদের সংবর্ধনা অনুষ্ঠান আজ