জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক সংগঠনগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিনদিন দেশে কর্মসংস্থান বাড়ছে। দেশের প্রতিটি জেলায় শিল্পাঞ্চল গড়ে উঠছে। দেশে যে পরিমাণ অর্থনৈতিক অঞ্চল–ইকোনমিক জোন গড়ে উঠছে তাতে কাজ করার জন্য দক্ষ কর্মীর দরকার। দক্ষ কর্মী গড়ে উঠলে দেশে আর বেকার থাকবে না। এজন্য আমাদেরকে দক্ষ শ্রমিক গড়ে তুলতে হবে। শ্রমিকলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ শ্রমিকরা যাতে তাদের ন্যায্য পারিশ্রমিক পায় সে ব্যাপারে যথাযথ খেয়াল রাখতে এবং তাদের অধিকার আদায়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
চটগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদের সভাপতিত্বে এবং তোফাজ্জল হোসেন জিকুর সঞ্চালনায় গতকাল শনিবার বিকেল ৫টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বদিউল আলম, শফিকুল ইসলাম ফারুক, মশিউর রহমান, হেলাল আকবর চৌধুরী বাবর, শ্রমিকলীগ নেতা জসিম উদ্দিন, লায়লা আক্তার এটলী, নায়েবুল ইসলাম ফটিক প্রমুখ।