দেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলতে হবে

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিলে মুফতি ইজহার

| বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘ঐতিহাসিক বদর যুদ্ধ: আদর্শ রাষ্ট্র গঠনের চেতনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

পার্টির মহানগর আমির আল্লামা মঞ্জুরুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী ও সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি।

তিনি বলেন, এদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে পার্শ্ববর্তী রাষ্ট্রের বহুমুখী ষড়যন্ত্র এদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনায় আগামীতে আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনে কর্মীদের ভূমিকা রাখতে হবে। জাতি ঐক্যবদ্ধ থাকলে দেশিবিদেশি ষড়যন্ত্র ছিন্নভিন্ন হয়ে পড়বে।

উদ্বোধনী বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। আগামী জাতীয় নির্বাচন হবে কি হবে নাএ বিষয়ে আমি মন্তব্য না করে ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য গড়ে ভারতীয় আগ্রাসন মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, আল্লামা মুফতি মোহাম্মদ আলী কাসেমী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ড. আবিদুর রহমান তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য আল্লামা আলী ওসমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারী, খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগর নেতা সাহাবুদ্দীন কামালী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফয়সাল, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড. নেজাম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ক্বারী ফজলুল করিম জিহাদী, কেন্দ্রীয় নেতা বোরহান উদ্দিন আল রাজী, সেগুন বাগান তালিমুল কুরআন কমপ্লেঙ’র চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়্যব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধসংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই