উন্নয়নশীল দেশগুলোতে মানব সম্পদ উন্নয়নে ১৯৫৯ সাল থেকে কাজ করে চলেছে জাপানি সংস্থা এওটিএস। সেই এওটিএস কার্যক্রমের অংশ হিসেবে নগরীর আগ্রাবাদের এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে গতকাল শুক্রবার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিইউএম) বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করা হয়েছে। সেমিনার পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. কামালুর রহমানের সঞ্চালনায় ও সিএএএস এর সভাপতি লতিফুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম। সেমিনারে কি–নোট পেপার উপস্থাপন করেন করাচী এওটিএস এলুমনি সোসাইটি থেকে আগত সৈয়দ আরশাদ আলী।
সেমিনারে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জুবায়ের, সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ফিরোজ শাহ, সেক্রেটারি সেলিম উদ্দিন, আকরাম সিদ্দিক চৌধুরী, এটিএম কাউসার, আর্কিটেক গোলাম রাব্বানী, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আব্দুল্লাহ মুহাম্মদ নুরুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য পন্যের মান উন্নয়নের বিকল্প নেই। সময়ের সাথে সাথে দেশের সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষিত দক্ষ কর্মীর বিকল্প নেই। চট্টগ্রামের প্রথম সারির বিভিন্ন উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান থেকে মোট ৫৫জন প্রশিক্ষণার্থী এ সেমিনারে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই সেমিনার আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রশিক্ষণার্থীদের মধ্যে মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে শেষ হবে। প্রেস বিজ্ঞপ্তি।