একজন বাংলাদেশী দেশপ্রেমিক যদি এক দশক আগের বাংলাদেশের চিত্র নিয়ে ভাবেন তাহলে হয়ত বুঝতে পারবেন কী পেলাম আর আর কী ছিলাম। খুব যে বিশ্লেষণ দিতে পারবো তা না। কিন্তু একজন সাধারণ বাঙালি হিসাবে, যা দেখছি তাই লেখার চেষ্টা করলাম। আজ বিশ্বের দরবারে বাংলাদেশ একটা নাম। ৫২ বছর বয়সী দেশের আজ পোশাক শিল্পে এগিয়ে যাওয়া, খেলার মাঠে ক্রিকেট বিজয়, ডিজিটাল দুনিয়ায় সমানে সমান, শিক্ষায় বিভিন্ন বিভাগে জগৎময় বাঙালি ছাত্রছাত্রীর জয়–জয়কার, রেমিটেন্স যোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ দেশের রিজার্ভ বৃদ্ধি, রোহিঙ্গা আশ্রয়ে সকলকে কাঁচকলা দেখিয়ে আশ্রয়দাতা দেশ হবার সাহস দেখানো, পদ্মাসেতু নির্মাণের বিষ্ময়, মেট্টোরেলের পথে যাত্রা, নদীর তলদেশে কর্ণফুলি টানেল, মীরসরাই এ ইন্ডাস্ট্রিয়াল পার্কে মধ্যপ্রাচ্যসহ জাপান চীনের মতো উন্নত শিল্প উন্নয়ন দেশগুলোর বিশাল বিনিয়োগ এবং বিশাল শ্রমবাজার সৃষ্টির সুযোগের কন্ট্রাক্ট। এই সবকিছুই হয়তো কাল হয়ে গেলো দেশের জন্য। তা না হলে এমন পরিস্থিতি হবে কেন? মিথ্যা বানানো অজুহাত দিয়ে দেশ ও দেশের জনতাকে অপমান ও অস্থির করার মানে কী? যে সব দেশের নাক গলানো একমাত্র অভ্যাস, সার বিশ্বের সবাই জানে তারা কেন বিখ্যাত? তাদের দেশে ভিসা না দিলে, বাংলাদেশিরা না গেলে কী হবে? ওসব দেশে ইমিগ্রেন্টদের কি খুব সম্মান দেয়? আমার দেশের রাজনৈতিক সমস্যা নিয়ে আমাদের ভাবতে হবে। বিদ্যুৎ, কয়লা নিয়ে অশান্তি সৃষ্টি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।এমন সময়ে আমদের উত্তেজিত হওয়া ঠিক হবে কি? আমি শুধু আশা করবো দেশের মানুষ অস্থির না হয়ে ধৈর্য্য ধরে বিবেচনা করবে, আন্তর্জাতিক যে চাপ বলেন বা হিংসা বলেন আল্লাহ তা থেকে দেশ ও জনগণকে যেন বাঁচিয়ে রাখেন।