দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৪:০১ পূর্বাহ্ণ

হঠাৎ জ্বালাও পোড়াওয়ের মধ্যে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষবেবিচক। গতকাল মঙ্গলবার বেবিচক থেকে সবগুলো বিমানবন্দরে পাঠানো চিঠিতে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, সবার নিরাপত্তা তল্লাশি ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপর জোর দিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

দেশে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিনটি আন্তর্জাতিকে এবং কঙবাজার, রাজশাহী, যশোর, বরিশাল ও সৈয়দপুরে মোট পাঁচটি অভ্যন্তরীন বিমান বন্দর রয়েছে। এই বিমানবন্দরগুলোর পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব বেবিচকের। এ সংস্থার জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ বলেন, চলমান সহিংসতাসহ বিভিন্ন প্রেক্ষাপটে সবাই যাতে নিরাপদে বিমানবন্দর ব্যবহার করতে পারে, সেটা নিশ্চিতে বেবিচক সতর্ক থাকার কথা মনে করিয়ে দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিমানবন্দরসমূহে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ মাত্রায় জোরদার করার লক্ষ্যে সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরের নির্বাহী পরিচালক, পরিচালক ও ব্যবস্থাপকদের নিচের নির্দেশনাগুলো অবিলম্বে ও যথাযথভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হল।

. কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ২. বিমানবন্দরে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ৩. বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকর্মচারীদের উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। ৪. বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে সবারই নিরাপত্তা তল্লাশি করতে হবে। ৫. যাত্রী, কেবিন ব্যাগেজ, কার্গো ও যানবাহনের যথাযথ তল্লাশি নিশ্চিত করতে হবে। ৬. বিমানবন্দরের অভ্যন্তরে স্পর্শকাতর এলাকা ও সীমানা প্রাচীর এলাকায় নিয়মিত ও ঘন ঘন নিরাপত্তা টহল পরিচালনা করতে হবে। ৭. নিরাপত্তা সরঞ্জাম (যেমনজ্যামার, ইডিএস, ইটিডি, মেটাল ডিটেক্টর, সিসি ক্যামেরা ইত্যাদি) প্রতিদিন পরীক্ষা করে তাদের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। ৮. দায়িত্ব পালনের আগে নিরাপত্তা কর্মকর্তাকর্মচারীদের নিয়মিতভাবে ব্রিফ করে সর্বদা সতর্ক অবস্থায় রাখতে হবে। ৯. কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ১০. সিসি ক্যামেরা মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ১১. গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শন করে অগ্নি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ১২. বিমানবন্দরের অগ্নি সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতা ২৪/৭ সক্রিয় রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবন্দর ও আশপাশের এলাকায় এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ