দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে : নাজমুল মোস্তফা আমিন

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, “এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং সকল ধর্মের মানুষ আওয়াজ তুলে কথা বলবে আমরা এখানে সংখ্যাগুরুও নই, কেউ সংখ্যালঘুও নই, আমরা সকলেই সমান। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী।”।

সোমবার (২৬ আগষ্ট) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির চেঁদির পুনি নন্দনকানন বিহার পরিদর্শন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তাঁর দোসররা অতিতে বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে কোনঠাসা করে রাখত, যাতে আপনারা তাদের কাছে জিম্মি হয়ে থাকেন, ছাত্র-জনতার বুকের তাজা রক্তে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু নামে কোনো শব্দ থাকবেনা, আমাদের বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের এবং সকল মতের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চেঁদির পুনি নন্দনকানন বিহার অধক্ষ্য ভদন্ত জ্যোতিপাল মহাথেরো, চেঁদির পুনি নন্দনকানন বিহার পরিচালনা কমিটির সভাপতি রাখাল চন্দ্র বড়ুয়া, আধুনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা মুজিবুর রহমান, চরম্বা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ শাহআলম, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মামুনুর রশীদ চৌধুরী, লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ শাব্বির আহমদ, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হাসেম, উপজেলা বিএনপির সদস্য শামসুল আলম মেম্বার, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান, চুনতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, আধুনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাছির উদ্দীন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইসহাক,চুনতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক, চরম্বা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মমতাজুল ইসলাম, আধুনগর ইউনিয়ন বিএনপি নেতা বাবুল মেম্বার, সিরাজ মেম্বার, মোহাম্মদ কফিল উদ্দিন, উপজেলা যুবদল নেতা তাজউদ্দিন, মোরশেদুল আলম, সাহেল মাস্টার, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শহীদ, সাকিব আল হাসান, জাবেদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন, ফরমান উল্লাহ, জাহাঙ্গীর আলম, শ্রমিকদল নেতা এসএস দেলোয়ার, প্রমুখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিক নেতা নিহত
পরবর্তী নিবন্ধমহেশখালীর ধলঘাটার বাচ্চু চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেফতার