দেশের শীর্ষ আলেম, মাদ্রাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মা’আরিফ আল–ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রখ্যাত আরবি সাহিত্যিক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এর আগে গত ১৮ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বেশ কয়েকবার হাসপাতালের আইসিইউতে রাখা হয়। খবর বাসসের।
সুলতান যওক নদভীর জন্ম কঙবাজারের মহেশখালীতে, বেড়ে ওঠা চট্টগ্রামে। তিনি উপমহাদেশের একজন প্রখ্যাত মুহাদ্দিস, আরবি সাহিত্যিক ও কবি ছিলেন। সমানভাবে তিনি উর্দু–ফার্সিতেও পারদর্শী কবি ছিলেন। দেশ–বিদেশে তার পরিচিতি রয়েছে। তিনি কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও সৌদি আরব ভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচারের বাংলাদেশ ব্যুরো চিফ ছিলেন।
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল–ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বশেষ ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।
ধর্ম উপদেষ্টাসহ বিভিন্ন মহলের শোক : আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল এক শোক বার্তায় ধর্ম উপদেষ্টা আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুকে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, বিদগ্ধ আরবি সাহিত্যিক, কওমি শিক্ষাব্যবস্থার যুগান্তকারী সংস্কারক আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, আল্লামা সুলতান যওক নদভী ছিলেন আমাদের ইলমি রাহবার। কওমি শিক্ষা ব্যবস্থা সংস্কারে তার যুগান্তকারী চিন্তা ও পদক্ষেপ জাতিকে এক উচ্চমাত্রায় নিয়ে গেছে। একজন বাঙালি হয়েও আরবি ভাষা ও সাহিত্যে তার পারদর্শিতা আরবি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। তিনি জগদ্বিখ্যাত দার্শনিক ও সাহিত্যিক সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর একজন একনিষ্ঠ ও সার্থক অনুসারী ছিলেন। তার ইন্তেকালে জাতি একজন ইলমি, আমলী ও আধ্যাত্মিক রাহবার হারালো।
এদিকে আল্লামা যওক নদভীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল এক শোক বার্তায় তিনি বলেন, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেম–ওলামার উস্তাদ, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী মহান রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে অনন্ত দিনের যাত্রা শুরু করেছেন। তার সমস্ত নেক খেদমতগুলোকে কবুল করুন, ত্রুটি–বিচ্যুতি ক্ষমা করুন। আমি তার শোক সন্তপ্ত পরিবার–পরিজন ও গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি।
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক চসিক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।