দেশের শিক্ষা ব্যবস্থায় সরকার ব্যাপক উন্নতি সাধন করেছে

দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ে এমপি মোতালেব

| বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

সাতকানিয়া দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ১১ ফেব্রুয়ারি স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবদুল মোতালেব। তিনি বলেন, সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের সময়ে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তিনি বলেন, অতীতের তুলনায় বর্তমান সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সম্মানজনক অবস্থান সৃষ্টি করছে। ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে প্রয়োজন দক্ষ শিক্ষক। নিবেদিত শিক্ষকরাই পারেন একটি প্রতিষ্ঠানকে উন্নত শিখরে পৌঁছাতে। বিদ্যালয়ের সভাপতি ফয়েজ আহমদ লিটনের সভাপতিত্বে ও মনির উদ্দিন ইরফানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. ..ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের। উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদুল আনোয়ার চৌধুরী।

সভায় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন ফয়েজ আহমদ লিটন, অধ্যাপক আ..ম মিনহাজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মোস্তাফিজুর রহমান সওদাগর, মেয়র মোহাম্মদ জোবায়েরকে ক্রেস্ট প্রদান করেন মাস্টার মোহাম্মদ লোকমান ও মামুনুর রশিদ। এছাড়া জমিদাতা ও আজীবন দাতাসদস্যকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসুল ইসলাম , হাজী ফোরকান, অ্যডভোকেট ইলিয়াছ, মোহাম্মদ আলী, নুরুল ইসলাম সবুজ, মো. মিজান, মামুনুর রশিদ মামুন, জাহিদুল ইসলাম, হুমায়ুন কবির,শফিকুর রহমান, করিমুন্নেছা, বিমল কান্তি দত্ত, মনির উদ্দিন, মামুনুর রশিদ চৌধুরী, জুবায়ের হোসেন, সুমন দত্ত, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় যানবাহনে অবৈধ হর্ন, ৪ গাড়িকে জরিমানা
পরবর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের ভালোবাসায় বসন্ত উৎসব