নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের যুবসমাজ এখন জাতিকে আলোকিত পথ দেখাচ্ছে। তিনি বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি যুবক। এই বিপুল জনগোষ্ঠী একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও কল্যাণকামী রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে। তাদের প্রজ্ঞা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাবে।
তিনি হালিশহর থানা জামায়াত আয়োজিত যুব দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুব বিভাগের পরিচালক বেলাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী, রামপুর ওয়ার্ডের আমীর ডা. শাহাদাত হোসেন, কাট্টলী ওয়ার্ডের আমীর আবুল কালাম আজাদ, উত্তর হালিশহর ওয়ার্ডের আমীর ইঞ্জিনিয়ার মনজুরুল হক। প্রেস বিজ্ঞপ্তি।