দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

একটি রাষ্ট্রের সবচেয়ে মৌলিক দায়িত্ব তার নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ দেখাচ্ছে, সেই মৌলিক দায়িত্ব নিয়েই এখন বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং প্রকাশ্য হত্যাকাণ্ড জনজীবনে এমন এক অনিশ্চয়তা তৈরি করেছে, যেখানে স্বাভাবিক যাতায়াতও ভয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্যে গুলি, ফ্লাইওভারের নিচে বিস্ফোরক নিক্ষেপ কিংবা চলন্ত বাসে আগুন দেওয়ার মতো ঘটনা প্রমাণ করছে যে জননিরাপত্তা এখন আর বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, এটি একটি কাঠামোগত সংকটে রূপ নিচ্ছে। এই সংকটের সবচেয়ে ভয়াবহ দৃষ্টান্ত উদাহরণ ইনকিলাব মঞ্চের মুখ্য মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড। একটি স্বতন্ত্র প্রার্থী এবং জুলাই যোদ্ধার নিরাপত্তা যদি সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে সাধারণ জনগণ এবং অন্যান্য শিক্ষার্থীরা দেশে কতটুকু নিরাপদ এই প্রশ্ন থেকেই যায় এবং এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

অরাজকতার যেকোনো ছাপ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনকে অচল করে দেয়, শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত করে এবং কর্মজীবী মানুষের জীবনে দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি একটি নিরাপদ, স্থিতিশীল ও ভয়মুক্ত জনপরিবেশ নিশ্চিত করা যেখানে মানুষ নিশ্চিন্তে চলতে পারবে, কথা বলতে পারবে এবং বাঁচতে পারবে।

ফিয়াদ নওশাদ ইয়ামিন

শিক্ষার্থী, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মিডিয়া কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্ট।

পূর্ববর্তী নিবন্ধসত্যেন্দ্রনাথ ঠাকুর : লেখক ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধসত্যমিথ্যার পার্থক্য ঘুচে যাচ্ছে