দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে

বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে ইসরাফিল খসরু

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক করেছেন। তিনি ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর, ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড, ৩৭ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আরো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে। বিএনপির নেতা কর্মীরা দেশের জনগণকে নিয়ে দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেলজুলুম নির্যাতনের শিকার হয়েছেন। যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য ততই মঙ্গল। তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা জনগণের মাঝে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বন্দর থানার ৩৮ দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের সেন্টার কমিটির উঠান বৈঠক লিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। বিএনপি নেতা মোহাম্মদ আজম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন, ডাক্তার নুরুল আলম। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, হাজী সালাউদ্দিন, শাহিদা খানম, হাজী হোসেন, মাহবুব আলম বাচ্চু, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা আলী হাসান ও মাহবুব আলম।

ইসরাফিল খসরু পরে ২৮নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান। দক্ষিণ পাটানটুলি ওয়ার্ড বিএনপির আহবায়ক জামাল উদ্দিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ, নুরুদ্দিন সোহেল, আব্দুল বাতেন, জিয়াউর রহমান জিয়া, কামরুন নাহার লিজা, আব্দুস সবুর আকবর, মোঃ ইলিয়াস, মোঃ রহমান, রাজিবুল হাসান রানা, আখতার হোসেন বাবলু, ইমরান হোসেন বাপ্পি, খলিলুর রহমান বাপ্পি প্রমুখ। একই দিনে ইসরাফিল খসরু ৩৭নং ওয়ার্ডের মুন্সি পাড়ায় উঠান বৈঠক করেন। বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হাসান মুরাদ সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার
পরবর্তী নিবন্ধবিএসআরএমের “সমৃদ্ধির পথে একসাথে” শীর্ষক মতবিনিময়