দেশের প্রবৃদ্ধি ঘটেছে উল্লেখ করার মত

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বলা যায়, দেশ উন্নতির দিকে এগিয়ে চলেছে। এখন দেশের কিছু কিছু মানুষ কোটি টাকা মূল্যের গাড়ি হাকিয়ে চলেন। মন্ত্রীএমপিদেরও সম্পদের অভাব নেই। তারা একেকজন কোটিপতি। অবশ্য তারা ছাড়াও দেশে এখন হাজার হাজার কোটিপতি হয়েছে দেশের সম্পদ নানাভাবে হাতিয়ে নিয়ে। তাদের অনেকেই এমন গাড়িতে চড়েন যার মূল্য কোটি টাকার উপরে। বিশ্বের নামীদামী ব্যান্ডের গাড়িতে চড়েন। এসব ব্যান্ডের গাড়ি নিয়ে ঢাকার রাস্তায় চলাচল করতে দেখা যায়। উন্নত বিশ্বের কেউ কেউ ব্যাঙ্গ করে বাংলাদেশের এসব ধনীদের বলে থাকেন ‘গরীব দেশের বড়লোক’। তাদের একথা একেবারে উড়িয়ে দেয়া যায় না। এর কারণ, একটি শ্রেণি বিপুলবিত্ত বৈভবের মালিক হলেও সার্বিকভাবে দেশের মানুষের আনুপাতিক হারে বিত্তবান হতে পারেনি। অর্থনীতিতে বাংলাদেশকে যে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার’ বলা হচ্ছে। টাইগার এতদিনে দৌড়াতে শুরু করত, তবে এ কাজটি সহজ হয়ে যেত। দেখা যাচ্ছে সরকার এ কাজটি করতে পারেনি।

এম.. গফুর

বলুয়ার দীঘির দক্ষিণপশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ঠাকুর : সৃষ্টিতে অমর
পরবর্তী নিবন্ধতোমাকে চাই