দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের দল হিসেবে গ্লোবাল টিটোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বিপিএলের দল রংপুর রাইডার্স। টুর্নামেন্ট উপলক্ষ্যে রংপুর রাইডার্স বানিয়েছে নতুন এক জার্সি। যেখানে তাদের সচরাচর নীলের ছোঁয়ার পরিবর্তে লালসবুজের ওপর ভিত্তি করে বানানো হয়েছে জার্সি। কারণ হিসেবে জানানো হয়েছে গ্লোবাল টিটোয়েন্টি লিগে রংপুর রাইডার্স শুধু তাদের নয়, প্রতিনিধিত্ব করতে যাচ্ছে পুরো বাংলাদেশের। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টিটোয়েন্টিতে পাঁচ দেশ থেকে অংশ নিচ্ছে পাঁচটি দল। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রংপুর রাইডার্স। গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টিটোয়েন্টি খেলতে যাচ্ছে। যদিও বাংলাদেশের আরেকটি দল বাংলা টাইগার্স বেশ কয়েক বছর ধরে আবুধাবি টিটেন লিগ সহ বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সম্প্রতি দলটি জিমআফ্রো টিটেন লিগে চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটকে। তিনি বলেন এই আসরে যতগুলো দল খেরবে তাদের মধ্যে সেরা দল হিসেবেই যাচ্ছে রংপুর রাইডার্স । একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে। আগামী ২৭ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের। এজন্য ২২ নভেম্বর গায়ানার উদ্দেশ্যে উড়াল দেবে দল। এই টুর্নামেন্টে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে রংপুর এমন আশা প্রকাশ করেন বিসিবি পরিচালক ফাহিম। তিনি বলেন শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতাও। আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এদিকে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, তাদের জন্যও এই টুর্নামেন্টে খেলতে পারাটা বড় সুযোগ। আমার কাছে মনে হয় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ টুর্নামেন্ট হবে এটি। একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে। বাংলাদেশের ক্রিকেটাররা এমনিতে খুব বেশি টিটোয়েন্টি খেলার সুযোগ পান না। এবার জাতীয় দলের আশেপাশে আছেন এমন ৯ ক্রিকেটার নিয়ে গ্লোবাল সুপার লিগের জন্য দল গড়েছে রংপুর। অধিনায়ক সোহানের আশা, এখান থেকে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারবেন আরও। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। তবে এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টিটোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। সামনে জাতীয় লিগ টিটোয়েন্টি এবং বিপিএল আছে। এই টুর্নামেন্ট নিজেদের প্রস্তুতির মঞ্চও হবে। তিনি বলেন আমরা যত খেলবো আমাদের অভিজ্ঞতা বলেন বা সবকিছু বৃদ্ধি পাবে। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারবো। যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে। গয়ানার উইকেটে আগেও খেলার অভিজ্ঞতা আছে সোহানের। তিনি বলেন, গায়ানার উইকেট হবে অনেকটা বাংলাদেশের মতোই। হেড কোচ মিকি আর্থারের সঙ্গে মিলে পরিকল্পনাও সাজিয়েছেন বলে জানান সোহান। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের। কি পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাবো। সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ক্লাবে বিলিয়ার্ড ফাইনাল খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছেন উইন্ডিজ কোচ আন্দ্রে কোলি