দেশের জনমনে সঞ্চিত ক্ষোভ জনবিস্ফোরণে রূপ নিবে

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর সভায় বক্তারা

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, এমনিতেই সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির চরম ঊর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত। তার উপর গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকার প্রমাণ করেছে দেশের মানুষের প্রতি সরকারের কোনো দরদ নেই। জনগণের বাঁচামরা নিয়ে সরকারের কিছু যায় আসে না, যেহেতু তারা জনগণের দ্বারা নির্বাচিত না। ইতোপূর্বে তেল ও বিদ্যুতের দাম বাড়ার কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েকগুণ। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য দিনে দিনে আকাশচুম্বি হয়ে উঠেছে। সরকার লাগামহীন ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এখন হতাশায় নিমজ্জিত হচ্ছে খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, ইকবালুর রহমান চৌধুরী, দিদারুল আলম হীরামন, ইঞ্জি. ইলিয়াছ আলী, মনছুর আলম,সালামত আলী, নুরুল আলম লিটন, মো. কামাল উদ্দিন, মো. আলম, মো. আলমগীর, মো.বাহাদুর, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

৪১নং ওয়ার্ড বিএনপি : বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমাজসেবক মো. শফিউল আলম মেম্বার সহ ৪১ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্রের স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধহাসান আরিফ স্মরণ সন্ধ্যা ‘প্রণমি তোমারে’